শীতার্ত মানুষের পাশে বিএনপি: মহিনন্দে দোয়া মাহফিল ও ৫০০ কম্বল বিরতরণ

0

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জের মহিনন্দ ইউনিয়নে দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া এলাকায় এই মানবিক ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে রাফি টিভিএস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয়। পরে বিশেষ মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে স্থানীয় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে প্রায় ৫০০টি কম্বল বিতরণ করা হয়। শীতের এই মৌসুমে কম্বল পেয়ে উপকৃতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি বাহার মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক তাজুল ইসলাম চপল, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান বাচ্চু, সাবেক কোষাধ্যক্ষ আমিনুল হক মামুন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, মহিনন্দ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহিনন্দ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল গণি এবং মহিনন্দ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, দোয়া ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দলের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Share.