স্টাফ রিপোর্টারঃ
শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের গাইটাল আন্তজেলা বাস র্টামিনালে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সচেতনতামূলক ক্যাম্পেইনের সমন্বয়কারী কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপি এম বার।
এসময় পুলিশ সুপার বলেন, কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় গণপরিবহনে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। এজন্যে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের সচেতনতার কোন বিকল্প নেই। সবার সচেতনতাবোধই করোনার সর্বনাশা ছোবল থেকে আমাদের নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখতে পারে।
এসময় অন্যদের মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপাার মাসুদ আনোয়ার, গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালের যুগ্ম- আহ্বায়ক বিলকিস বেগম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে পুলিশ সুপাার যাত্রী, পরিবহন শ্রমিক ও মালিকদের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।