নিউজ ডেস্কঃ
আগামী ২২শে জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে বিপিএল ক্রিকেটের অষ্টম আসর। করোনার কারণে হয়নি গেল আসর। তার আগের বছর হলেও ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে সাত স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে হয়েছিল বিপিএল।
টি টোয়েন্টিতে বেহাল দেশিয় ক্রিকেটাররা। এবার তাদের উন্নতির কথা ভেবে বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়াতে চায় বিসিবি। এজন্য একাদশে ৪ নয়, ৩ বিদেশি ক্রিকেটার খেলানোর পরিকল্পনা বিসিবির।
বিপিএলের অষ্টম আসর পুরনো রূপে আয়োজন করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। অর্থাৎ, আবারও ফিরছে ফ্র্যাঞ্চাইজি। বিসিবির ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে ৬ টি ফ্র্যাঞ্চাইজির জন্য মালিকানা স্বত্বের আগ্রহ চাওয়া হয়েছে।