নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ। এর আগে দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪৬.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯২ রানে থামে। জবাবে ৩ উইকেট হারিয়ে এবং ৫৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।