আছাদুজ্জামান খন্দকার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২০জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন-হোসেন্দী ইউনিয়নে আবদুল হাই, চন্ডিপাশা ইউনিয়নে মতিউর রহমান, সুখিয়া ইউনিয়নে নাজমুল হক বাচ্চু ও মোস্তফা কামাল, জাঙালিয়া ইউনিয়নে আবদুল হাকিম, বিল্লাল হোসেন ও জামাল হোসেন জজ মিয়া, নারান্দী ইউনিয়নে মজিবুর রহমান সোহাগ ও এইচএ জাওয়াদ, পাটুয়াভাঙা ইউনিয়নে মজিবুর রহমান। এছাড়াও সদস্য পদে হোসেন্দী ইউনিয়নে একজন, সুখিয়া ইউনিয়নে তিনজন, নারান্দী ইউনিয়নে তিনজন ও চরফরাদী ইউনিয়নে তিনজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুরুদিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মো.শাজাহান মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
তফসিল অনুযায়ী-প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৪জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ৩১জানুয়ারি। প্রথমবারের মতো উপজেলার সবকটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।