শোলাকিয়া ঈদ জামাত সকাল ৯ টায়, থাকছে কঠোর নিরাপত্তা

0

স্টাফ রিপোর্টারঃ
১৯৬ তম ঈদুল আযহার জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঈদের জামাতকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঈদগাহ পরিচালনা কমিটি ও প্রশাসন। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ময়দানকে ঘিরে নেওয়া হয়েছে চার স্তুরের নিরাপত্তা ব্যবস্থা। দূর-দূরান্তের মুসল্লিদের সুবিধার্থে কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে থাকবে শোলাকিয়া স্পেশাল নামে বিশেষ দুটি ট্রেন। এশিয়া মহাদেশে ঐতিহ্যের দিক থেকে সবচেয়ে প্রাচীন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ঈদুল আযহার জামাতের জন্য ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঈদগাহ পরিচালনা কমিটি ও প্রশাসন। মাঠের দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম করা, অজুখানা তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ৯ টায় অনুষ্ঠিত হওয়া জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ২০১৬ সালে জঙ্গি হামলার কথা মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরী করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মাঠে আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরা, ভিডিও ক্যামেরা, বাইনোকোলার, সিসি ক্যামেরাসহ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের নিরপদে নির্বিঘেœ নামাজ আদায় ও নিরাপদে বাড়ি পৌঁছাতে পুলিশ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এখানে ২ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, প্রতিবারের মতো এবারও কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা অনুযায়ী ১৯৬ ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের নির্বাহী ম্যােিজস্ট্রট কাজ করবেন। মুসল্লিদের জন্য সুপেয় পানি, মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স, দূর-দূরান্তের মুসল্লিদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থাসহ সব আয়োজন রয়েছে।

প্রায় ৭ একর জমির উপর শোলাকিয়া ঈদগাহ মাঠের অবস্থান। জনশ্রুতি রয়েছে প্রায ২০০ বছর আগে এই মাঠে এক সাথে সোয়া লাখ মুসল্লি নামাজ আদায় করে ছিলেন। এরপর থেকে শোলাকিয়া ঈদগাহ হিসেবে পরিচিতি পায়।

Share.