শ্রীলঙ্কায় এক সপ্তাহ ধরে জ্বলছে জাহাজ

0

নিউজ ডেস্কঃ
শ্রীলঙ্কার কলম্বো উপকূলে গত এক সপ্তাহ ধরে জ্বলছে রাসায়নিক বোঝাই একটি জাহাজ। কলম্বো উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে এই জাহাজে আগুন লেগে যায়।

এমভি এক্সপ্রেস পার্ল নামের এই জাহাজটি গুজরাটের হাজিরা বন্দর থেকে প্রসাধনী তৈরির উপকরণ ও রাসায়নিক নিয়ে কলম্বো যাচ্ছিল। জাহাজের ট্যাঙ্কে ৩২৫ মেট্রিক টন জ্বালানি ও ২৫ টন নাইট্রোজেন ডাই অক্সাইড রয়েছে।

বিবিসি জানিয়েছে, কলম্বো বন্দরে ওই কনটেইনারবাহী জাহাজে আগুন লাগায় নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। ফলে অ্যাসিড বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ দফতর। এ অবস্থায় উপকূল এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Share.