নিজস্ব প্রতিবেদকঃ
মাই ২৪ বিডি.কম পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে সদর উপজেলার ছয়না গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপন কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। খুঁটি স্থাপনের পর দ্রুতই ওই এলাকায় সংযোগ দেওয়া হবে বলে জানান কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাঃ সালাহ উদ্দিন।
এদিকে দীর্ঘ ১৫ বছর পর বিদ্যুতের খুঁটি পেয়ে খুশি গ্রাহকরা। খুঁটি স্থাপনের পর দ্রুতই সংযোগ প্রদান করে গ্রাহকদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করবে বিদ্যুৎ বিভাগ এমনটাই প্রত্যাশা তাদের। সেই সাথে মাই ২৪ বিডি.কম পত্রিকার কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ‘কিশোরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদাসীনতা’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে মাই ২৪ বিডি.কম পত্রিকা। সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসে কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।