নিউজ ডেস্কঃ
স্বাস্থ্যবিধি মেনে আবারও সব আসনে যাত্রী নিয়ে চলতে যাচ্ছে ট্রেন। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ এখন নিম্নমুখী। ইতিমধ্যে টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষ টিকা নিয়ে ট্রেনে ভ্রমণ করছেন। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। তাই যাত্রী চাহিদা পূরণের স্বার্থে শতভাগ আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে।
২০২০ সালে দেশে করোনার সংক্রমণে অন্য গণপরিবহনের মতো বন্ধ হয়ে যায় যাত্রীবাহী ট্রেনেও। এরপর ওই বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানো হয়।