সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসন

0

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া বিধিনিষেধের সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে কিশোরগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসন।

আজ সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমের নির্দেশে শহরের বিভিন্ন মোড় ও প্রধান প্রধান সড়কে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় সড়কে জরুরি প্রয়োজন ছাড়া যানবাহন চলাচল ও পথচারীদের সরকারের নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। সেই সাথে লকডাউন কার্যকর করতে সড়কে সেনা সদস্যদের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে। সরকার ঘোষিত এই সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়নে সর্তক রয়েছেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, লকডাউন বাস্তবায়নে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও ভৈরবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তাছাড়া করিমগঞ্জ উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারের নেতৃত্বে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে। জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। মানুষের চলাচল নিয়ন্ত্রনে রাখতে ৫৬টি চেকপোস্ট বসানো হয়েছে। সাধারণ মানুষের খাদ্য ও আর্থিক সহায়তার জন্য জেলায় ১০৮ ইউনিয়নে খাদ্য সহায়তায় ১৪২ মেট্টিক টন জিআরের চাল এবং আর্থিক সহায়তায় প্রায় ৫৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আমরা সকলের সম্মেলিতভাবে এই কঠোর লকডাউন বাস্তবায়ন করবো।

পুলিশ সুপার মাশরুকুর রহমানা খালেদ বিপিএম (বার) বলেন, জেলায় ৫৩টি চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ২০টি চেকপোস্ট। বিনা কারণে কেউ ঘর থেকে বের হলে এবং বিধিনিষেধ অমান্য করলে কঠোর আইনি ঝামেলায় পড়তে হবে।

কিশোরগঞ্জে আজ ১২৫টি মামলায় ৫৪ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Share.