সাংবাদিক মোজাক্কির হত্যার বিচার দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মোজাক্কির হত্যার বিচারের দাবীতে কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন পালিত হয়েছে। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ।

কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক খায়রুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, কিশোরগঞ্জ জেলা নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, সাপ্তাহিক শুরূক পত্রিকার সম্পাদক হাকিম মো. ফজুলর রহমান, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রিপন, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জোবায়ের হোসেন খান, কলামিস্ট ও কবি সাদেক আহমেদ, বিডি চ্যানেল ফোরের বার্তা সম্পাদক আমিনুল হক সাদী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ওবায়েদ রনি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি তারেক মিনহাজ কোরায়শী ছোটন, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক এনামুল হক সেলিম, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, পাকুন্দিয়া প্রেসক্লাবের সদস্য সৈয়দুর রহমান সৈয়দ, কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার মো. রাসেল প্রমুখ।

মানববন্ধনে সাংগঠনিকভাবে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখা, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব ও কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিট অংশগ্রহণ করে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।
এছাড়া মানববন্ধনে কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং কবি-সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

বক্তাগণ কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচার দাবী করে অবিলম্বে দোষীদের খোঁজে বের করে গ্রেফতারের জোর দাবী জানান।

Share.