সাকিব জন্য ভারতের মাটিতে টেস্ট খেলাটা রোমাঞ্চকর

0

 

প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলাটা রোমাঞ্চকর।টাইগাররা স্পিনে যেন অভ্যস্ত হতে না পারে সেই জন্য জিমখানা মাঠের উইকেট ছিল পেসারদের অনুকূলে। ধরেই নেয়া যাচ্ছে বিরাট কোহলির দল মাঠে নামার আগেই খেলা শুরু করে দিয়েছে। বাংলাদেশ দলের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসানও অপেক্ষাতে আছেন সেই রোমাঞ্চের।

ভারতের মাটিতে টেস্ট খেলাটা তেমন সহজ হবে না।এই মুহূর্তে টেস্টের এক নম্বর দল ভারত।দেশের মাটিতে ভারত সর্বদাই ভাল খেলে। তাদের কে হারানো আমাদের জন্য কাজটা কঠিন। তবে ছেলেরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে। এই ধরনের চ্যালেঞ্জ নিতে, ভালো করার জন্যই আমরা ক্রিকেট খেলি।’

৯ই  ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচটি তার জন্য একেবারেই অন্যরকম। সাকিব বলেন, ‘আমাদের পুরো দলের জন্যই (হায়দরাবাদ টেস্ট) বড় চ্যালেঞ্জ। আমাদের একটি দল হিসেবে খেলতে হবে। যদি সেটা পারি এবং আমাদের সামর্থ্যের শতভাগ দিতে পারি, তাহলে আমরা টেস্টে ভালো করতে পারবো।’ ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটির আলাদা গুরুত্ব ইমরুল কায়েস, মুমিনুল হক, অধিনায়ক মুশফিকুর রহীম ও কাছে। এতে ম্যাচের প্রথম দিন শেষে স্বস্তি মুশফিক ও সৌম্যের।

 

 

Share.

About Author