সাকিব-মোস্তাফিজ এবারের আইপিএল থেকে ৫ কোটি টাকা পাবেন

0

 

এবার আইপিএল পুরো মৌসুম খেললে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান পাবেন প্রায় ৫ কোটি টাকা। সাবিক পাবেন প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং মোস্তাফি পাবেন প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা। গণমাধ্যমের খবর থেকে এ তথ্য জানা ‍গিয়েছে।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই এখন শুধু টাকার ছড়াছড়ি। এই কাজটা করছে বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাগুলো।

মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা উঠে আসছেন ফোর্বসের মতো সাময়িকীর পাতায়। সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় তারা। আইপিএল খেলে কোটি টাকার বেশি আয় করছেন বাংলাদেশের সাকিব ও মোস্তাফিজও।সানরাইজার্স হায়দরাবাদের তালিকায় আগের মৌসুমের আইপিএল মাতিয়ে আসা মোস্তাফিজের নাম এবারও আছে। পুরো মৌসুম খেললে বাংলাদেশের বাঁ হাতি এই পেসার পাবেন ১ কোটি ৪০ লাখ রুপি। কলকাতার হয়ে ৫ মৌসুম খেলা সাকিব আল হাসানের অঙ্কটা এর দ্বিগুণ।

আইপিএল শুরু হবে আগামী এপ্রিলের ৫ তারিখ। আইপিএলে সাকিব-মোস্তাফিজ পুরো মৌসুম খেলতে পারবেন কি না, তা নিয়ে অবশ্য সংশয় আছে। এর আগে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। এখনো চূড়ান্ত সূচি হয়নি। তবে প্রায় দেড় মাসের সফরের শেষ দিনগুলো এপ্রিলের মধ্যে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই ক্ষেত্রে আইপিএল থেকে এবার পুরো টাকা নাও পেতে পারেন তারা। দলে যোগ দিয়ে পুরো মৌসুম খেলার মতো ফ্রি থাকলেই শুধু পুরো টাকা পান আইপিএলের খেলোয়াড়রা।

 

Share.

About Author