স্টাফ রিপোর্টারঃ
উন্নয়ন একটি সার্বিক শব্দ এইটা একক কিছু নয়। আমরা উন্নয়নের নায়ক পেয়েছি আর তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত সাহসী তার পিতার মতো। খুব জেদী একজন নেতা, তার বাবা যেমন জেদী ছিলেন তিনিও তেমন জেদী। তিনি কাউকে ভয় পান না, ভয় পান শুধু এই দেশের মালিক যারা সাধারণ জনগণকে। তিনি মনে করেন সাধারণ মানুষ যখন তার উপর আস্থা হারাবে আর তখনই তার সমাপ্তি হবে।
বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ময়মনসিংহ গীতিকার শতর্বষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (এমপি) এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই মুহুর্তে আমাদের জন্য দরকার জাতীয় ঐক্য। উন্নয়নের জন্য, দারিদ্রতা কমানো, শিক্ষার হার বাড়ানো, ভালো স্বাস্থ্যের জন্য, সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য, সুন্দর শহর, সুন্দর বন্দরের জন্য প্রয়োজন স্থিতিশীল পরিবেশ, দেশের শান্তি শৃঙ্খলা, অহেতুক বিবাদ নয়, দোষারোপ নয়, আর এই সকল উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারকে দরকার।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতি দায়বদ্ধতা আছে। বাংলাদেশের বাইরে তার কোন বসবাসের জায়গা নেই। আমি আপনাদেরকে দায়বদ্ধতা নিয়ে এই কথা বলতে পারি। আমরা হাওরের মানুষ। আমি নিবেদন করি হাওরের সন্তান হিসেবে গ্রামের সন্তান হিসেবে শেখ হাসিনা পিছিয়ে পড়া মানুষ, কম আয়ের মানুষ, কৃষক, মজুরসহ সকল মানুষের কাছে শেখ হাসিনার দায়বদ্ধতা আছে। তাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি নিবেদন রইল। আসুন আমরা একসাথে কাজ করি যাদের মধ্যে ভিন্নমত আছে আসুন বসে আলোচনা করি আমরা আমাদের সমস্যা গুলো সমাধান করবো। ওয়াশিংটনে নয়, লন্ডনে নয়, ওখানে আমাদের বন্ধু আছে। তারা আমাদের পরিচালনা করে না। আমরা তাদের খাবার খায় না। আমরা এখন চাই আমাদের ঘরে যেন আমাদের মতো করে বাঁচতে পারি। আমাদের সম্মান নিয়ে মর্যাদা নিয়ে মানবিকতা সৃষ্টি করতে পারি। নিজেদের হাতের কাজ সময় মতো করতে চেষ্টা করি। আজকের কাজ আমাদের আজকেই শেষ করতে হবে তাহলে আমরা আমাদের লক্ষ্য সোনার বাংলা গড়তে পারবো।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
বিশেষ অতিথি কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি (এমপি), সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক, কিশোরগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতি ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শৈলী। পরে একতা নাট্যগোষ্ঠির পরিবেশনায় ময়মনসিংহ গীতিকাভিত্তিক পালা “কাজল রেখা” গীতি নৃত্য নাট্য অনুষ্ঠিত হয়।