বিনোদন ডেস্কঃ
জানা গেছে, অভিনেতা আজিজুল হাকিমের অবস্থা এখন বেশ ভালো। তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক। তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। চিকিৎসকরা বলেছেন, এটা শিগগিরই ঠিক হয়ে যাবে। বাসায় ফিরলেও তাকে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হবে।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন আজিজুল হাকিম। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। করোনাভাইরাসের পাশাপাশি ৬১ বছর বয়সী এ অভিনেতা কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন।
গত সপ্তাহে তারকা দম্পতি আজিজুল হাকিম-জিনাত হাকিম ও তাদের ছেলে মুহাইমিন রেদোয়ানের করোনা শনাক্ত হয়। এরপর তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। শেষ করোনা টেস্টে তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে, কালজয়ী ‘রূপবান’ খ্যাত চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ২৫ নভেম্বর তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
বর্তমানে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। পর্যবেক্ষণ করে চিকিৎসকরা শিগগিরই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেবেন।