সেই দলিল লেখক ফারুক আহমেদ বাবু’র সনদ স্থগিত

0

স্টাফ রিপোর্টারঃ
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা “মাই ২৪ বিডি.কম” এ সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জ সদর সাবরেজিস্ট্রি অফিসের সেই দলিল লেখক ফারুক আহমেদ বাবুর সনদ স্থগিত করেছে জেলা রেজিস্ট্রার। এর আগে মাই ২৪ বিডি.কম অনলাইন পত্রিকায় “কিশোরগঞ্জে ভূয়া স্ত্রী সাজিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে ঘটনার সাথে দলিল লেখক বাবুর জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় সনদ স্থগিত করা হয়।

জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব বলেন, ঘটনা তদন্তে গত মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলার সাবরেজিস্ট্রার মহসিন উদ্দিন আহমেদকে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে দোষী প্রমাণিত হলে দলিল লেখকসহ দলিলের সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদারপাড়া গ্রামের মোছাঃ মার্জিয়া খানমকে তার স্বামী এ কে এম সেলিম ভূইয়া মাইজখাপন মৌজায় ২০১৪ সালে ৪৭৫২নং দলিল মূলে হেবা ঘোষনার মাধ্যমে ১ একর ৪৭ শতাংশ ভূমি হস্তান্তর করেন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৬ লাখ টাকা।

চলতি বছরে স্বামী-স্ত্রী’র মধ্যে সর্ম্পকের অবনতি হওয়ায় গত ৭ ফেব্রুয়ারি নার্গিস আক্তার নামে এক মহিলাকে নিজের স্ত্রী মার্জিয়া আক্তার পরিচয় দিয়ে ও দাতা সাজিয়ে উক্ত ভূমি এ কে এম সেলিম ভূইয়া নিজ নামে দলিল রেজিস্ট্রি করেন।

এসময় প্রকৃত স্ত্রী মার্জিয়া আক্তারের জাতীয় পরিচয়পত্র ও ছবি জালিয়াতি করে দলিল লেখক ফারুক আহমেদ বাবু (সনদ নং-৬৪), ১৩১৪ নং দলিলটি রেজিস্ট্রি করে দেন। ঘটনা জানাজানির পর এ ব্যাপারে মার্জিয়া খানমের ছেলে জোবাইদুল ইসলাম আকিব, গত ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর সাবরেজিস্ট্রার বরাবরে অভিযোগ দায়ের করেন।

Share.