কিশোরগঞ্জ ০৩ জানুয়ারি ২০২৪ঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বুধবার (৩ জানুয়ারি) সকালে নিজ জন্মভূমি কিশোরগঞ্জে পৌর শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিকৃতিতে পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
এছাড়াও কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। পরে দোয়া মাহফিল ও দুইশত দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সৈয়দ শরীফুল ইসলাম, সৈয়দা রাফিয়া নূর রুপা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সৈয়দা রাফিয়া নূর রুপা বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম সারা বাংলাদেশে একজন আর্দশ নেতা সততার প্রতিক হিসেবে পরিচিত। আজকে তার মৃত্যুবার্ষিকীকে দেশের সকল মানুষের কাছে দোয়া চাই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল বলেন, রাজনীতি যে আদর্শের প্রতিক ও সাধারণ মানুষের জন্য নিঃশ্বার্থ ভাবে কাজ করতে হয় এটি সৈয়দ আশরাফুল ইসলাম সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগ নয় সকল দলের রাজনীতিবীদদের শিখিয়ে গেছেন। যে রাজনীতি হলো মানুষের সেবা রাজনীতি হলো নিঃশ^ার্থ কাজ এবং সাধারণ মানুষের কল্যানের জন্য করা নিজের জন্য নয়। এই আদর্শ তিনি প্রতিষ্ঠা করে গেছেন। এটি সকল মানুষ স্মরণ করে ও অনুসরন করে।