স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নিমার্ণাধীন ম্যুরাল ভাংচুরকারী দুর্বৃত্ত ও মদদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচিতে জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু তপন কুমার সরকারের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সৈয়দ হাসান ইমাম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, কিশোরগঞ্জের উন্নয়নের রূপকার, দেশের সৎ ও আদর্শ রাজনীতির প্রতীক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম ম্যুরাল ভাংচুরের মাধ্যমে একটি মহল কিশোরগঞ্জকে অস্থিতিশীল করতে চায়। সুষ্টু তদন্তের মাধ্যমে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরকারী ও তাদের মদতদাতাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।