সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে আ.লীগের মানববন্ধন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সদর ঈদগাহের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ কর্মসূচী আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। এতে শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ জসিম উদ্দীন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হারুন অর রশীদ , বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের মাধ্যমে একটি মহল গোটা কিশোরগঞ্জকে অস্থিতিশীল করতে চায়। তারা বলেন, সৈয়দ আশরাফ কোনো ব্যক্তি নন। সৈয়দ আশরাফ একটি প্রতিষ্ঠান। একটি অনুভূতির নাম। যারা তাঁর ম্যুরাল ভাঙচুর করেছে তারা স্বাধীনতার শত্রু, আওয়ামীলীগের শত্রু ও শেখ হাসিনার শত্রু। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এসময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ম্যুরাল ভাঙার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অতি দ্রুত চিহ্নিত করে সবাইকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার সেতু সংলগ্ন নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল নির্মাণ করে। গত ২৯জুলাই রাতে দুর্বৃত্তরা সৈয়দ আশরাফুল ইসলামের ছবি সংবলিত ম্যুরাল ক্ষতিগ্রস্ত এবং উদ্বোধনী স্মৃতিফলকটি ভেঙে ফেলে। এ ঘটনায় কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে ৩০জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। মামলার দিনই বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পারভেজ নামের একজনকে গ্রেপ্তার করে।

Share.