নিউজ ডেস্কঃ
মসজিদগুলোতে উচ্চৈঃস্বরে মাইক ব্যবহার করার নিষেধ দিয়েছে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রনালয়। মানুষের অভিযোগের ভিত্তিতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল-শেখ। খবর আলজাজিরার।
মসজিদে মাইক ব্যবহারে নতুন আইন পাশ করে সৌদি আরব। বলা হয় মসজিদের মাইকের ব্যবহার কেবল আজান ও ইকামতের কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আজান ও ইকামতের বাইরে অন্য কোনো কাজে বা প্রয়োজনে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না।
তবে সৌদি আরবের মতো মুসলিম রাষ্ট্রে এ ধরনের সিদ্ধান্ত বেশ বির্তকের জন্ম দিয়েছে। মন্ত্রী বলেন উচ্চৈঃস্বরে মাইক বাজানোর জন্য শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটছে মর্মে অভিযোগ এসেছে। যারা রাষ্ট্রের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন তারা এই রাষ্ট্রের শত্রু।
হযরত মুহাম্মদ (স.) এর একটি হাদিসের উপর ভিত্তি করে মন্ত্রী আবদুল লতিফ আল শেখ আরও জানান যারা নামাজ পড়তে চান, ইমামের ডাকের জন্য তাদের অপেক্ষা করার প্রয়োজন নেই।