নিউজ ডেস্কঃ
মেক্সিকোতে স্কুল ভবন ধসের ঘটনায় নির্মাণ পরিচালককে ২০৮ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। সেইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে ১৯ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ভবন ধসের ঘটনায় ২৬ জন নিহত হয়। দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার এই রায় ঘোষনা করা হয়। সাজাপ্রাপ্ত পরিচালকের নাম হুয়ান মারিও ভেলারদে গামেজ। ২০১৭ সালে মেক্সিকো সিটিতে একটি শক্তিশালী ভূমিকম্পে (৭ দশমিক ১) স্কুলভবন ধসে মারা গিয়েছিল।
মেক্সিকো সিটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুলভবনের কাঠামোগত নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলেন নির্মাণকাজের পরিচালক। কিন্তু এ জন্য কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তা ছাড়া ওই ভবন নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল। স্কুলভবন ধসে প্রাণ হারানো ২৬ জনের মধ্যে ১৯ শিশু ও ৭ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন।
সূত্র : রয়টার্স