স্টাফ রিপোর্টারঃ
কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৮ তম ফ্রিজ কাপ-২১ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বনগ্রাম ইয়ং স্টার ক্লাবের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার।
সাবেক ফুটবলার আনিসুর রহমান সবুজের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম স্পোটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, নিফ আইটি লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক মো. মোবারক হোসেন, বনগ্রাম বাজারের ব্যবসায়ী মাসুদুজ্জামান উজ্জ্বল, মো. রফিকুল ইসলাম (সিন্ধু মুন্সী), আনিসুর রহমান সবুজ প্রমুখ।
ফাইনাল খেলায় ভাই ব্রাদার ক্রিকেট সংঘকে হারিয়ে গণজাগরণ ও পল্লী উন্নয়ন স্পোটিং ক্লাব বিজয়ি হন। এসময় বিজয়ি দলের হাতে ফ্রিজ ও রানার্স আপ দলের হাতে এলইডি টেলিভিশন তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বনগ্রাম ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। পরবর্তীতে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ফাইনাল খেলা স্থগিত করা হয়।