স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্টকে জরিমানা

0

নিউজ ডেস্কঃ
২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত একাধিকবার প্রপোফল সিডেটিভ অ্যানেসথেশিয়ার মাধ্যমে গ্রহণ করেছেন স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট লি জে ইয়ং। জন্য লি জে ইয়ংকে ৭০ মিলিয়ন উয়ন অর্থাৎ ৫৯ হাজার ৪৬২ ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার সিউলের কেন্দ্রী কোর্ট। তবে এজন্য সিউলের আইন অনুযায়ী ওই ঔষুধের সাথে জড়িত প্রশানসনকেও দায়ী করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ঘুষ ও দুর্নীতির দায়ে এর আগে ২০১৭ সালে লি জে ইয়ংকে গ্রেপ্তার করা হয়। তারপর পাঁচ বছর কারাদ-ের পর গেলো আগস্ট মাসে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয় লি জে ইয়ং কে।

Share.