হলুদ মাঠে কৃষকের হাসি

0

খাইরুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিভিন্ন ব্লক সহ জগদল ব্লকের বিলচাতল, নান্দানিয়া সহ কয়েকটি এলাকায় কৃষকের চাষ করা সরিষার মাঠ হলুদ  রং ছোঁয়ায় ভরে গেছে। ফুলে ফুলে  ভরে গেছে পুরো মাঠ।মৌ মৌ গন্ধে ফুলের ডগায় দোল খাচ্ছিল মৌমাছিরা। সরিষা চাষে খরচ এবং শ্রম কম লাগে, উভয়ই সুবিধা  থাকায় সরিষা  চাষে দিন দিন চাষিদের  আগ্রহ বাড়ছে।

জগদল ব্লকের  কৃষক মুনসুর, আবুল কালাম,কাজিম,পারভীন, বেতার এরা বলেন আমরা আগে সরিষা চাষ করতাম না এ বছর কৃষি অফিসের পরামর্শে আমরা এক সাথে সরিষা আবাদ করি। জগদলের ব্লকের উপসহকারী কৃষি অফিসার মুদাসিল হায়দার আলমগীর বলেন, বিগত কয়েক বছর আগেও বিলচাল,নান্দানিয়া মাঠে  সরিষার আবাদ ছিল না, বর্তমান সরকার তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে তাই কৃষকদের সহযোগিতায় উঠানবৈঠক  বিভিন্ন মিটিং ও জনপ্রতিনিধিদের সহযগিতায় সরিষার আবাদ বাড়ছে।

জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ,কে,এম,শাহজাহান কবির  বলেন, এ উপজেলায় বিভিন্ন ব্লকে সরিষা আমাদের লক্ষ্য মাত্রা ছেয়ে বেশি আবাদ হয়েছে।

Share.