স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের বাজিতপুরে হাওরাঞ্চলে সুবিধাবঞ্চিত মৎস্যজীবিদের মধ্যে ২৩টি ফাইবার গ্লাস বোট বিতরণ করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। বুধবার (৩ মে) দুপুরে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের পাটুলিঘাটে ৬৯টি জেলেদের মাঝে এসব বোট বিতরণ করা হয়।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের এরিয়া ম্যানেজার আব্দুর রউফ জানান, ৬৯টি পরিবারের মধ্যে ২৩ টি বোট বিতরণ করা হয়। প্রতিটি বোটের বাজার মূল্য ৩ লাখ টাকা।
এর আগে কিশোরগঞ্জ জেলায় ২২২টি পরিবারের মাঝে ৫১টি বোট বিতরণ করা হয়। নিকলী উপজেলায় ৪৩টি, বাজিতপুর ও করিমগঞ্জ উপজেলায় ৮টি বোট বিতরণ করা হয়। ৩ বছর আগে জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে উপজেলার ৩০০ পরিবারের ১০০টি কাটের বোট বিতরণ করেছিল সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট।
বোট বিতরণ অনুষ্ঠানের আগে বাজিতপুর উপজেলা হলে রুমে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব এ এম এম নাসিরুদ্দিন, সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, সংগঠনের হেড অব অপারেশন কাজী আহমদ ফারুক, সংগঠনের সিনিয়র ম্যানেজার মোঃ শাহজাহান, হুমাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বাজিতপুরের হুমাইপুর গ্রামের জামাল মিয়া বলেন, ২০ বছর ধরে হাওরে মাছ ধরেন। মাছ ধরার জন্য ভাঙাচোরা একটা কাঠের নৌকা ছিল তার একমাত্র ভরসা। গত বছর সেটা ভেঙে যায়। মাছ ধরতে না পারায় পরিবার নিয়ে কষ্টের মধ্যে পইড়া গেছিলাম। যাকাত ম্যানেজমেন্ট এর বোট পাওয়ায় বর্ষাকালে আমি আবার মাছ ধরতে পারবো।
নামা গোসাইপুর গ্রামের আরশ আলী (৩৬) বলেন, মাছ ধরার কোষা নৌকাটি তিন বছর আগে নষ্ট হয়ে যায়। নতুন নৌকা কেনার তার সমর্থ্য ছিল না। এবছর বর্ষায় কিভাবে মাছ ধরবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন। যাকাত ম্যানেজমেন্টের ফাইবার গ্লাস বোট পেয়ে তিনিও খুশি।