নিউজ ডেস্কঃ
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখিয়েছে সৌদি আরব। অনেকেই এই জয়কে অঘটন বলছেন। তবে অধিনায়ক লিওনেল মেসি হারের কোনো অজুহাত দিতে চান না।
মেসি যোগ করে বলেন, আমরা জানতাম যে আমরা যদি তাদেরকে সুযোগ দেই, তাহলে তারা (ভালো) খেলবে। তারা আমাদের অবাক করেনি। আমরা জানতাম যে তারা (সৌদি আরব) এমন কিছু করতে পারে।’
বর্তমান পরিস্থিতি নিয়ে মেসি বলেন, ‘এটা এমন একটা পরিস্থিতি যেখানে এই দলের খেলোয়াড়রা কখনও পড়েনি। অনেকটা সময় পর আমরা এরকম বড় একটা ধাক্কা খেলাম। এভাবে শুরু করার প্রত্যাশা আমাদের ছিল না।’
পরের দুই ম্যাচের জন্য ভক্তদের সমর্থন চেয়েছেন তিনি, ‘আমরা ঠিক আছি। অবশ্যই, এই ফলে আমরা আঘাত পেয়েছি। তবে মানুষকে বিশ্বাস রাখতে হবে যে এই দল তাদেরকে হতাশ করবে না। আগামী দুই ম্যাচে আমরা সবকিছু নিংড়ে দেবো। আমরা এই ধরনের ম্যাচ আগেও খেলেছি এবং আমরা ভালো পারফর্ম করবো।