হিফজুল কোরআন প্রতিযোগীতায় তৃতীয় সেই শিশু হাফেজ ফাহাদ

0

আছাদুজ্জামান খন্দকার:
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতার বাছাই পর্বে বিজয়ী হয়েছেন পাঁচ মাসে কোরআন মুখস্থকারী সেই শিশু হাফেজ জান্নাতুল নাইম ফাহাদ।  হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও আল্লামা আজহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখা আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতার বাছাই পর্বে ৩০ পারা (অনুর্ধ্ব ১৮বছর), ৩০ পারা (অনুর্ধ্ব ১০বছর), ২০ পারা, ১০ পারা, ৫ পারা- এই পাঁচটি গ্রুপে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ৩০ পারা (অনুর্ধ্ব ১০বছর) গ্রুপ থেকে ফাহাদ তৃতীয় স্থান অর্জন করেন। তিনি পাকুন্দিয়া পৌর এলাকার দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এছাড়াও একই মাদ্রাসা থেকে ১০ পারা গ্রুপ থেকে আজমল হাসান রোহান এবং ৫ পারা গ্রুপ থেকে মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন।

রবিবার (১৮ই ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা সদর ঈদগাহে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এসময় তাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শোয়াইব আব্দুর রউফ ও বিশিষ্ট সমাজসেবক মো. বোরহান উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে বিস্ময়কর নজির স্থাপন করেছেন শিশু জান্নাতুল নাইম ফাহাদ। সাড়ে নয় বছর বয়সী এই শিশুর বাড়ি পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মিরুককান্দি গ্রামে। তার বাবার নাম মো. মোখলেছুর রহমান। তিনি কুয়েত প্রবাসী।

Share.