আছাদুজ্জামান খন্দকারঃ
আবদুল হামিদ। বয়স ৬৫। তিনি চলন শক্তিহীন এক প্রতিবন্ধী। পাশাপাশি দুস্থ ও অসহায়। এক আত্মীয়ের সহযোগিতায় মাস খানেক আগে হাজির হন উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কাছে। খুলে বলেন তার অসহায়ত্বের কথা। সব কথা শুনে তাকে একটি হুইল চেয়ার প্রদানের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।
অবশেষে মাস খানেক পর বহু কাঙ্খিত সেই হুইল চেয়ার পেলেন আবদুল হামিদ। বৃহস্পতিবার সকালে তাঁর হাতে হুইল চেয়ারটি তুলে দেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু। এসময় পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ ও উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মো.দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে আবদুল হামিদ অশ্রুসিক্ত কণ্ঠে বলেন,‘আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। হুইল চেয়ার এর অভাবে চলাফেরা করতে পারছিলাম না। বিষয়টি রেনু ভাইকে জানালে তিনি একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। এখন হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করতে পারব। রেনু ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’
উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু বলেন, ‘প্রতিবন্ধী আবদুল হামিদ একজন বয়স্ক ব্যক্তি। একটি হুইল চেয়ারের অভাবে তিনি চলাফেরা করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে সরকারি অর্থায়নে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি।