মাই ২৪ বিডি ডেস্কঃ
হেফাজতের বিরুদ্ধে সরকার মামলা করেনি, মামলা করা নাগরিক অধিকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুড়ে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হেফাজত ইসলামের সাবেক আমির আহমদ শফীর মৃত্যুর ঘটনায় স্বজনদের করা মামলায় সরকারের কোনো ইন্ধন নেই। এখানে সরকারের কিছু করার নেই। মামলা প্রত্যাহার করা না করার বিষয় সরকার জানে না। কেউ যদি মনে করে অন্যায় হয়েছে তাহলে যে কেউ মামলা করতেই পারে।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সুরক্ষাসেবার আওতাধীন ফায়ার সার্ভিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জেলা কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে জেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগ দেন।