নিউজ ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছ তিন রানে হেরে গেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানের টার্গেট দিলেও জেতার সম্ভাবনা ছিল টাইগারদের। কিন্তু সহজ ম্যাচটিও জিততে পারল না টাইগাররা।
টাইগারদের হারিয়ে সেমির আশা টিকে রইলো ক্যারিবীয়দের। ওয়েস্ট ইন্ডিজের ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু রাসেলের ইয়র্কারে আত্মসমর্পণ করলো মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিবীয়দের বিপক্ষে হেরে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন।
১৪৩ রানের টার্গেটে আজ নাঈমের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে আজই প্রথমবার ইনিংস ওপেন করতে নামলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু ওপেনিংয়ে নেমে হতাশই করলেন সাকিব।
পাওয়ারপ্লেতে বাংলাদেশের রান ২৯। ওয়েস্ট ইন্ডিজেরও পাওয়ারপ্লেতে রান ছিল ২ উইকেটে ২৯। পাওয়ারপ্লে’তে ক্যারিবীয়দের নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশ। গেইল ও লুইসকে বিদায় করে পাওয়ারপ্লে’র ছয় ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ২৮ রান। বিশ্বকাপে পাওয়ারপ্লেতে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
এর আগে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।