মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত করলে তিনি হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন। এর মধ্য দিয়ে তিনি কার্যত হোয়াইট হাউস ছাড়ার ইঙ্গিত দিলেন বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
অবশ্য বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ কথা বলার সময়ও ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। একইসঙ্গে তিনি পুনরায় ভোট জালিয়াতিরও অভিযোগ তোলেন। যদিও এখন পর্যন্ত ভোট জালিয়াতির কোনো প্রমাণ দেখাতে পারেননি রিপাবলিক পার্টির প্রার্থী ট্রাম্প বা তার দল।
আগামী মাসে নির্বাচকরা ইলেক্টোরাল কলেজ ভোট চূড়ান্ত করতে বৈঠকে বসবেন। এখন পর্যন্ত ইলেক্টোরাল কলেজ ভোটের হিসাব অনুযায়ী, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন ৩০৬টি ভোট পেতে যাচ্ছেন, যা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের চেয়েও বেশি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঝোলায় যাচ্ছে ২৩২ ভোট।
বাইডেনের বিজয় ঠেকাতে ট্রাম্প ও তার সমর্থকরা কয়েকটি মামলা করলেও তার বেশিরভাই ইতোমধ্যে খারিজ হয়ে গেছে। এ অবস্থায় সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকা বাইডেন এরই মধ্যে নিজের প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন। বিভিন্ন দপ্তরের জন্য ইতোমধ্যে কয়েকজনকে পছন্দও করে ফেলেছেন।