হোসনেপুরে কৃষকদের স্বল্প মেয়াদী আমন ধান চাষ আবাদ প্রকল্পের ধান কর্তন

0

স্টাফ রিপোর্টারঃ
কৃষকদের স্বল্প মেয়াদী ধান চাষে আগ্রহী করে তুলতে কিশোরগঞ্জের হোসেনপুরে আর্ন্তজাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের তত্ত্বাবধানে এগ্রি আই আর আর আই প্রকল্পের আওতায় স্বল্প মেয়াদী আমন ধান চাষের পরীক্ষামূলক শস্য কর্তন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পুমদী এলাকায় স্বল্প মেয়াদী ব্রি ধান-৩৯-৭১-৭৫ এবং বিনাধান-১৭ ও ২২ ধানের কর্তন করা হয়।

এসময় কৃষি কর্মর্কতারা বলেন, সাধারণত কৃষকরা আমন ধান চাষ করার পর পরবর্তীতে ওই জমিতে বোরো আবাদ করে থাকে। এতে করে কৃষকরা দু-ফসল উৎপাদন করে। আর তাই কৃষকদের তিন ফসল উৎপাদনের লক্ষ্যে এফআইভিডিবি’র বাস্তবায়নে স্বল্প সময় ও অল্প খরচে স্বল্পমেয়াদী এই আমন ধান চাষ করার ফলে কৃষকরা ধান কাটার পর জমি পতিত না রেখে রবি শস্য যেমন সরিষা-গম ও আলু চাষ করতে পারবে। এতে করে কৃষকরা লাভবান হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েছ, সম্প্রসারণ কর্মকর্তা মাসুমা আক্তার, এফআইভিডিবি’র প্রজেক্ট অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

Share.