খায়রুল ইসলাম, (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য ৩ ব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপপরিচালক সারমিনা সাত্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সিএকাম ইউডিএ স্বপন কুমার বর্মন। প্রশিক্ষণে ৫৮ জন গ্রাম পুলিশ অংশ নেন ।