হোসেনপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ

 কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ শপথে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে শোভাযাত্রা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা প্রশাসন যৌথভাবে দিবসটি উদযাপন করে।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে ও নাজির রাফিউল হক সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম জহির রায়হান, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, বিশ্বজিৎ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও হোসেনপুর মডেল প্রেক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, শিক্ষার্থী মোনতাহাজ্জামান সারা প্রমূখ।

সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সৌচ্চার হতে হবে।

Share.