হোসেনপুরে ইউআইডির উপর শিক্ষকদের প্রশিক্ষণ

0

খায়রুল ইসলাম, হোসেনপুর ঃ
হোসেনপুরে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার সরকারের সঞ্চানালায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন-হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রওনক জাহান, সহকারী শিক্ষক আনোয়ার শাহ্ প্রমুখ। দুইদিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

Share.