হোসেনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বাদলের ওপর হামলার বিচার দাবি

0

হোসেনপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান বাদলের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আশুতিয়া বাজারে প্রকাশ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান বাদল।

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের যাওয়ার পথে রামপুর ও চরপুমদী বাজারের মাঝামাঝি রাস্তায় ৬/৭ জন অজ্ঞাত দুর্বৃত্ত দড়ি ফেলে তার মোটরসাইকেল আটকায়। পরে তার চোখ-মুখ বেঁধে তারা পাশের নদীর দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে তার কপালে ও কোমরে পিস্তল ধরে চেয়ারম্যান পদে নির্বাচন না করতে বলেন। আর যদি নির্বাচন করি তাহলে এখনি খুন করবে বলে হুমকি দেয়। এসময় আমাকে চড়, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি-পেদা মারে তারা।

তিনি আরও বলেন, ৩টি স্ট্যাম্প বের করে আমাকে তাতে স্বাক্ষর দিতে বলেন তারা। আমি প্রাণ ভয়ে তাদের কথায় স্ট্যাম্পগুলোতে স্বাক্ষর দেই। পরে তারা আবারও বলে যে, এরপরও যদি আমি নির্বাচন করি তাহলে তারা আমার টাকা-পয়সা এবং সহায়-সম্পত্তি ছিনিয়ে নিবে বলে জানায়। এছাড়াও আমাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। পরে আমি বিষয়টি জানিয়ে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেছি।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-শাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আবুল হাসিম সবুজ, চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান কবির, শাহেদল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, শাহেদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, গলাচিপা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক নয়ন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল হক নাঈম প্রমুখসহ অন্যান্যরা।

পরে পাশের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেন।

Share.