খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অধ্যক্ষ মো. বেলাল হোসেনকে নৌকার মাঝি দেখতে চান ভোটারা। তফসিল ঘোষনা না হলেও পুরোদমে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। পাড়ায় মহল্লায় চলছে মিছিল, উঠান বৈঠক ও পথসভা। চায়ের দোকানে ভালো মানের প্রার্থীকে নিয়ে চলছে জল্পনা কল্পনা।
অধ্যক্ষ মো. বেলাল হোসেন একজন শিক্ষাবিদ, দানশীল ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষকে সেবা ও সহযোগিতা করে আসছেন। ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা হিসেবে বিভিন্ন দলীয় কর্মসূচী পালনে তার অগ্রণী ভূমিকা রয়েছে। ইউনিয়নের সাধারণ মানুষের যেকোনো দু:খ দূদর্শা লাঘবে তিনি মূর্হুতের মধ্যে ছুটে যান সমস্যা সমাধানের জন্য। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তৃনমূল পর্যায়ে ভোটারদের কাছে রয়েছে তার ব্যাপক পরিচিতি ও গ্রহন যোগ্যতা। ত্যাগী কর্মী, সৎ, শিক্ষিত ও যোগ্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের প্রত্যাশা করছেন ভোটাররা।
স্থানীয় সচেতন ভোটাররা জানিয়েছেন, অধ্যক্ষ মো. বেলাল হোসেন দলীয় মনোনয়ন (নৌকা) পেলে তিনিই আড়াইবাড়িয়া ইউনিয়েনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।