হোসেনপুরে ইউপি নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

0

খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে গত সোমবার উপজেলা রির্টানিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই বাছাই করেন।

গোবিন্দপুর ইউনিয়নের সংরক্ষিত-৩ আসনের সদস্য প্রার্থী কানিজ ফাতেমা জেসমিন উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে সদস্য পদে বহাল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

অপরদিকে জিনারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. গোলাম মোস্তফা, ৮নং ওয়ার্ডের মো: নূর হোসাইনের ব্যাংকে ঋণ খেলাপির দায়ে এবং পুমদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো: বেলায়েত হোসেনের প্রস্তাবকারী স্বাক্ষর সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮জন, সংরক্ষিত সাধারণ সদস্য পদে ৬৮ জন এবং সাধারণ সদস্য পদে ২০৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

Share.