হোসেনপুরে একই দিনে চাচাশ্বশুর ও জামাইয়ের মৃত্যু

0

খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মধ্য আড়াইবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৭০) এবং পশ্চিম ধূলজুরী গ্রামের রফিকুল ইসলাম নিবক্সর (৫২) মৃত্যু হয়েছে।

জানা যায়, চাচা শ্বশুর আব্দুর রাজ্জাক বার্ধক্যজনিত কারণে সোমবার ভোরে এবং ভাতিজি জামাই রফিকুল ইসলাম নিবক্স কিডনি জটিলতায় সোমবার সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। দুই আত্নীয়ের আকম্মিক মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার বাদ জহুুর আব্দুর রাজ্জাকের জানাযা এবং বাদ আসর রফিকুল ইসলাম নিবক্স এর জানাযা শেষে প্রথম জনের লাশ মধ্য আড়াইবাড়িয়া এবং অপর জনের লাশ পশ্চিম ধূলজুরী পৌর গোরস্থানে দাফন করা হয়েছে।

Share.