খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী তানভীর খান রিয়াদের মূল হত্যাকারী রবিউল আলমকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত তানভীর খান রিয়াদ এবছর হোসেনপুর সরকারী মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ জানায়, গত ২৮ মে পারিবারিক কলহের জেরে হোসেনপুর উপজেলার বীর হাজিপুর গ্রামে তানভীর খান রিয়াদ (১৮) উপুর্যুপরি ছুরিকাঘাতে নিহত হন। নিহতের পিতা মো: স্বপন মিয়া ১২ জনকে আসামী করে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন।
জানতে চাইলে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় প্রাথমিক ভাবে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে মূল হোতাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান চালায় পুলিশ। অবশেষে ২ জুন একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র অটো রিকসা চালক রবিউল আলম (২০) কে ঢাকার পল্লবী থানাধীন কালশী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।