হোসেনপুরে কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা

0
খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে  কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর )  উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভাপতি অনিন্দ্য মন্ডল।
কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  মুহাম্মদ জিয়াউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা রুনু ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : তানভীর হাসান জিকো, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা অফিসার মো: এহছানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম ,  ইউপি চেয়ারম্যান মো: খুর্শিদ উদ্দিন, মো: কামরুজ্জামান কাঞ্চন, মো: ফিরোজ উদ্দিন, মো. আব্দুল কাইয়ুম, এ্যাডভোকেট সাইদুর রহমান, আজহারুল ইসলাম রহিত, প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম খান, মো: হুমায়ুন কবির, নাজমুল হক ভূইয়া, রিয়াজ উদ্দিন, সালমা ইয়াসমিন, তানিয়া পারভীন, রত্না রানী সাহা,ফিল্ড সুপারভাইজার মো: তামিম হোসেন প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক , সংগীত শিক্ষক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, হোসেনপুর পৌরসভাসহ উপজেলার জিনারী , সিদলা, গোবিন্দপুর , আড়াইবাড়িয়া , শাহেদল ও পুমদী ইউনিয়নে ১টি করে মোট ৭টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে বিনোদনের পাশাপাশি প্রতিনিয়ত নারী সচেতনতা বিষয়ক নানা প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালে নানা সদস্যর ও এর সামধান নিয়ে পরামর্শ দেওয়া হয়। এছাড়াও সংগীত, আবৃত্তি ও আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়।
Share.