খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার নিরহারগাতী গ্রামে কুপি বাতির আগুনে পুড়ে সাহেদা খাতুনের মৃত্যুজনিত কারণে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে মৃত ব্যক্তির ছেলে নজরুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন। এ সময় হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক ও সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৩ মে পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিরাহারগাতী গ্রামের মৃত কেরামত আলীর স্ত্রী সাহেদা খাতুন কুপি বাতির আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।