হোসেনপুরে কোরবানীর পশুর হাটে ৫ লাখ টাকার ষাঁড় গরুর মৃত্যু

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের বিশাল পশুর হাটে প্রচ- গরমে একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুর মৃত্যু হয়েছে। হাটে গরুটির দাম হাঁকিয়ে ছিল চার লাখ টাকা। তবে খামারি পাঁচ লাখ টাকায় ষাঁড় গরুটি বিক্রি করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলা সদরের পশুর হাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পুমদী ইউনিয়নের পুমদী গ্রামের বড়বাড়ীর আল-আমিনের ষাঁড় গরুটি হোসেনপুর সদরের পশুর হাটে তোলা হয়। এসময় প্রচ- গরমে গরুটি অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষনিক বরফ, পানি ও আইসক্রিম দেওয়ার পরও জ্ঞান ফেরেনি গরুটির। গরুটির মৃত্যুতে মালিকের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

গরুর মালিক আল-আমিন বলেন, দুই বছর লালন পালন করে ফ্রিজিয়ান জাতের গরুটি বড় করেছি। পশুর হাটে আনার পর তীব্র গরমে গরুটি অসুস্থ হয়ে পড়ে। প্রাণিসম্পদ অফিস কাছে থাকা সত্ত্বেও গরুটির চিকিৎসার জন্য কোনো ডাক্তার খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন গরুর মালিক আল- আমিন ।

জানতে চাইলে হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান বলেন, পশুর হাটে আমাদের একটি মেডিক্যাল টিম দায়িত্বে ছিল। গরু অসুস্থ হওয়ার বিষয়টি আমাকে জানানো হয়নি।

Share.