হোসেনপুরে ক্লাসে ফিরে শিক্ষার্থীদের উল্লাস

0

খায়রুল ইসলাম, হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘদিন পর ক্লাসে ফিরে শিক্ষার্থীরা উল্লাসে মেথে উঠেছে। দীর্ঘ অপেক্ষা শেষে প্রথম দেখাতেই শিক্ষার্থীদের চোখে জল এসে যায়। রোববার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি স্কুলে পাঠদান শুরু হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে পাঠদান চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম কাজী আসমা বেগম জানান, প্রতিটি ক্লাশরুমে হ্যান্ড স্যানিটাইজার, মাক্স, টিস্যু পেপার বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, প্রথম দিনেই ৬ষ্ঠ,দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিলো। দশম শ্রেণীর শিক্ষার্থী প্রজ্ঞা রানী বিশ্বাস জানান,অনেকদিন পর স্কুলে আসতে পেরে আমার খুব আনন্দ লাগছে। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ স্কুলের প্রতিটি ক্লাশ রুম এবং আইসোলেশন রুম পরিদর্শন করেন।

Share.