খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে প্রকৃত মিলারদের নিকট থেকে আমন চাউল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা খাদ্য গুদামে আমন চাউল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ।
এসময় পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেসমিন আক্তার, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, হাজী আকবর অটো রাইস মিলের মালিক তানভীর হাসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য অফিস জানায়, আমন মৌসুমে ৩৫২ মে.টন চাউল ৪০ কেজি দরে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।