খায়রুল ইসলাম, হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন গণটিকা কেন্দ্রে প্রথম দিনেই উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। সূত্রে জানা যায়, উপজেলার প্রতিটি কেন্দ্রে ৬০০ জনকে গণটিকা দেয়ার জন্য দিন ধার্য করে স্বাস্থ্য বিভাগ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা সদর দাখিল মাদ্রাসা গণটিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়। স্বাস্থ্য বিধির কোনো বালাই নেই। প্রতিটি কেন্দ্রের বুথে রয়েছে অব্যবস্থাপনা। লাইনে না দাঁড়িয়ে গাদাগাদি করে টিকা নিচ্ছে জনসাধারণ। কেন্দ্রে ব্যবস্থাপনার কাজে নিয়োজিত সদস্যরা নিরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়। টিকা নিতে আসা শতশত মানুষ গণটিকা নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।
পৌর এলাকার পদুরগাতী গ্রামের আব্দুল মতিন ও আড়াইবাড়িয়া গ্রামের রতন মিয়া জানান, ভোটার কার্ড জমা দিলেও টিকা না দিয়ে ফেরত পাঠায় কেন্দ্রে নিয়োজিত কর্মীরা।
জানতে চাইলে টিকা কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবির জানান, হোসেনপুর সদর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬০০ জনের টিকা দেয়ার কথা থাকলেও লোকের উপস্থিতি বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাছিরুজ্জামান জানান, ফেরত যাওয়া ব্যক্তি হাসপাতাল বুথে টিকা নিতে পারবেন।