খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০মার্চ) বিদ্যালয় খেলার মাঠে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান বাদল। বার্ষিক ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পষিদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আরিফুজ্জামান আরিফ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল কাইয়ুম খান।