হোসেনপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চুরি হওয়া ৫টি গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় আবুল কাসেম (৪৬) ও জরিনা (৩৮) নামে গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি গরু উদ্ধারসহ দুই চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গরু চোর চক্রের দুই সদস্যরা হলেন-উপজেলার শাহেদল ইউনিয়নের গকুলনগর এলাকার মৃত হোসেন আলীর ছেলে আবুল কাসেম (৪৬) ও আবুল কাসেমের স্ত্রী জরিনা (৩৮)।
পুলিশ জানায়, উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর এলাকায় চুরি হওয়া গরু রাখা হয়েছে, এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ চুরি হওয়া ৫টি গরু উদ্ধার করে। এসময় এই ঘটনায় জড়িত গরু চোর চক্রের দুই সদস্য আবুল কাসেম (৪৬) ও জরিনাকে (৩৮) গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অত্র থানা এলাকাসহ আশেপাশের এলাকার কারো গরু হারিয়ে থাকলে থানায় এসে দেখে যেতে পারেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											