স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে ছাত্রলীগের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার আসাদুজ্জামান অডিটরিয়মের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত ০৫ অক্টোবর প্রেস রিলিজের মাধ্যমে ২৯ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এরপর থেকে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে পদবঞ্চিতরা। থমথমে পরিস্থিতির মধ্যে আজ সকালে বিক্ষোভ মিছিলের পর আনন্দ মিছিল করে নবগঠিত কমিটির নেতাকর্মীরা। এরপর দুপুরে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার এক পর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষের জড়ায়। এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।