হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদ্যুাল্লাহ আল-শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

অন্যান্যের মধ্যে-উপজেলা শিক্ষা অফিসার মো.আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, সহকারী সার্জন ডা: কামরুন নাহার লিজা, পরিসংখ্যাবিদ মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহকারী সার্জন ডা: দেবাঞ্জন পন্ডিত জানান, আগামী ১২ জুন হতে ১৫ জুন চার দিনের ক্যাম্পেইনে ১ বছর থেকে ৫ দিনের শিশু ২৯ হাজার ৫০০ জন এবং ৬ মাস থেকে ১ বছরের কম শিশু ৩ হাজার ৪৫০ জন। মোট ঠিকাদান কেন্দ্র ১৪৫টি, টিকাদান কর্মী ২৯০ জন এবং স্বেচ্ছাসেবক ৪৩৫ জন।

Share.